চট্টগ্রামের ঐত্যিবাহী ধর্মীয় প্রতিষ্ঠান আনজুমানে বেতাগীয়া উদ্যোগে ঐতিহাসিক ৫০ তম ভ্রাতৃ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ঐত্যিবাহী ধর্মীয় প্রতিষ্ঠান আনজুমানে বেতাগীয়া মুহম্মদীয়ার উদ্যোগে পীরে কামেল কুতুবুল আকতাব হযরত শাহ ছুফি মওলানা মুহম্মদ ছাহেব (র.) এর ৪৫ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও বক্ত মুরিদানদের ঐতিহাসিক ৫০ তম ভ্রাতৃ সম্মেলন অনুষ্ঠিত

১২ মার্চ শনিবার চট্টগ্রামের ঐত্যিবাহী বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান আনজুমানে বেতাগয়া মুহম্মদীয়ার উদ্যোগে পীরে কামেল, কুতুবুল আক্তাব, ইমামে আহলে সুন্নাত হযরত শাহছুফি মওলানা মুহম্মদ ছাহেব কেবলায়ে আলমের ৪৫ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল, মুরিদান, ভক্তবৃন্দের ৫০ তম ভ্রাতৃ সম্মেলন ও রাসুলে করীম (স.), সমস্ত পায়গম্বর, আউলিয়ায়ে কেরাম ও বিশ্বের মুসলিম ভাইবোনদের ফাতেহা শরীফ ইসলামিক শরীয়ত মোতাবেক যথাযথ মর্যদা ও ভাবগাম্ভীরযের মধ্যদিয়ে হাজার হাজার ভক্ত আশেকদের সরব উপস্থিতির মধ্য দিয়ে চট্টগ্রামের রাউজানের কচুখইন নোয়াপাড়াস্থ মুহাম্মদীয়া দরবার শরীফে অনুষ্টিত হয়েছে।

চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসক, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ , সমাজ সেবক ও গবেষক আলহাজ্ব ডা: আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্টিত হযরত শাহ ছুফি মওলানা মুহম্মদ ছাহেব (র.) এর ৪৫ বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও বক্ত মুরিদানদের ঐতিহাসিক ৫০ তম ভ্রাতৃ সম্মেলনে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেনরাউজান উরকিরচর মুহম্মদীয়া ছুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ প্রখ্যাত ইসলামী বক্তা মৌলানা হাসান রেজা, অন্যাদের মধ্যে তকরীর পেশ করেন মৌলানা লুৎফুর রহমান, মৌলানা আহছান উল্লাহ্ ।

আরো বক্তব্য রাখেন আনজুমানে বেতাগীয়া মুহম্মদীয়ার সিনিয়র সহ—সভাপতি আলহাজ্ব আভতুরুজ্জমান চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফারুখ, যুগ্ম সম্পাদক শাহেদ আলী টিপু, যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও এমবি টিভির ব্যবস্থাপনা পরিচালন আলহাজ্ব বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ডা: মুহম্মদ মঈনুল আহসান, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন ও রৌশন উদ্দিন।

এবারের ভ্রতৃসম্মেলনে আনজুমানে বেতাগীয়া মুহম্মদীয়া দরবারের শাহজাদা হযরত মওলানা মুহম্মদ আরিফুর রহমান সোহরাব (ম:জি:আ) হাতে সনার্তন ধর্ম হতে পবিত্র ইসলাম ধর্ম গ্রহন করেন চট্টগ্রামের ফটিকছড়ির ধর্মপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মানিক চন্দ্র শীল যার বর্তমান নাম মুহম্মদ হাসানুজ্জামান হাসান। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া বেতাগী আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যাালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি, সমাজ সেবক সাহাবুল্লাহ চৌধুরী ও বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব জসীম চৌধুরীসহ আনজুমানে বেতাগীয়া মুহম্মদীয়ার বিভিন্ন শাখার প্রতিনিধি, স্থানীয় রাজনীতিবীদ ও এলাকাবসী।

বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত চট্টগ্রামের রাউজানের কচুখইন নোয়াপাড়াস্থ মুহাম্মদীয়া দরবার শরীফের ফজরের নামাজের পর খতমে কোরআন ও তাহলিলের মধ্যদিয়ে শুরু হওয়া মূল আয়োজনে থাকে জেয়ারত, ওয়াজ, মিলাদ মাহফিল ও কেয়াম। ৫০ তম ভ্রাতৃ সম্মেলনে হরম রকমের গৃহস্থলি সামগ্রী, খাদ্য সম্ভার, বাচ্চাদের খেলনা, নাগর দোলা, কাপড়, লেইচ ফিতা কসমেটিকস সহ নানা সামগ্রহীর প্রসরা সাজিয়ে বসে দুই দোকান।

এশার নামাজের পর আনজুমানে বেতাগীয়া মুহম্মদীয়া দরবারের শাহজাদা হযরত মওলানা মুহম্মদ আরিফুর রহমান সোহরাব (ম:জি:আ) এর পরিচালনায় খতমে খাজেগান আদায় করা হয়া।

বিশ্ব মুসলিমদের কল্যান কামনা ও বাংলঅদেশের শান্তি, অগ্রগতি ও উন্নতিসহ মানব কল্যান কামনা করে বিশেষ মুনতাজ পরিচালনা করেন আনজুমানে বেতাগীয়া মুহম্মদীয়া দরবারের শাহজাদা হযরত মওলানা মুহম্মদ আরিফুর রহমান সোহরাব (ম:জি:আ)। পরিশেষে তাবরুক বিতরনের মধ্য দিয়ে চট্টগ্রামের ঐত্যিবাহী বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান আনজুমানে বেতাগয়া মুহম্মদীয়ার উদ্যোগে পীরে কামেল, কুতুবুল আক্তাব, ইমামে আহলে সুন্নাত হযরত শাহছুফি মওলানা মুহম্মদ ছাহেব কেবলায়ে আলমের ৪৫ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল, মুরিদান, ভক্তবৃন্দের ৫০ তম ভ্রাতৃ সম্মেলন ও রাসুলে করীম (স.), সমস্ত পায়গম্বর, আউলিয়ায়ে কেরাম ও বিশ্বের মুসলিম ভাইবোনদের ফাতেহা শরীফ সমাপ্ত হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত