কাপ্তাইয়ের শিলছড়িতে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা থানায় মামলা করে মহসিন কলেজ ছাত্রকে ফাঁসানো হলো

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের   শীলছড়ি চেয়ারম্যান পাড়ায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা দেখিয়ে কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করেছেন একটি পরিবার।  অভিযুক্ত যুবক  মোঃ ইয়াছিন মানিক(২৫) চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্র এবং একই এলাকার   আবু তাহের গাজীর ছেলে। ২৫ মার্চ দিবাগত রাত সাড়ে ১২ টার পর এই ঘটনা ঘটে বলে জানান মেয়েটির পরিবার। ঘটনা বিবরণে জানা যায় অভিযুক্ত মানিক চট্টগ্রাম মহসিন কলেজ এর ছাত্র এবং এলাকায় শিক্ষিত পরিবারে ছেলে,  সেই চট্টগ্রাম মহসিন কলেজ আসা-যাওয়ার সময় যে সময় টুকু পেয়ে থাকে এলাকায় ছেলে মেয়েদের টিউশনি করে বলে জানা যায়। ঘটনা র বিবরণে আরো জানা যায় যে ঘটনায় অভিযুক্ত করে মামলা করেন ঐ ছাত্রী ও তার ভাইকেও পড়ায় বলে আমাদের প্রতিনিধিকে অভিযোগকারীরা জানায়। অভিযুক্তকারীর মামা সমাজ সেবক ইব্রাহিম আমাদের প্রতিনিধিকে বলেন ঘটনা টা পূর্ব পরিকল্পনা বলে মনে হয় কারণ অভিযোগকারীরা তিনটা পরিবার একে অপরের আত্মীয় আমার বোনের ভাড়া বাসা ও কাছাকাছি ভাড়া বাসা নিয়ে কিছুদিন আগে এসেছে, তাদের পরিকল্পনা মতে তাহারা ঘটনা সাজিয়ে আমার ভাগিনা কে ফাঁসিয়ে মামলা করেছে বিশেষ সুবিধা নেওয়ার জন্য, ঘটনা রাতে অভিযোগকারী ছেলে মেয়েকে রেখে তার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া কেন গেল পাশাপাশি তাদের আত্মীয়ের বাসা ছোট ছোট ছেলে মেয়েকে রেখে যাওয়ার সময় তাদেরকে ও রাতে রেখে যেতে পারতেন তাদের পরিকল্পনা ছিল যা তাই করে মামলা করে।
অভিযোগ কারীর বোনের জামাই পলাশ ড্রাইভার আমাদের প্রতিনিধি জানান ছেলেটা ভালো জানি, অভিযোগকারীর বোনও একে ভাবে বলেন ভালো হিসাবে জানি আমার ছেলে মেয়েকে পড়াতো অনেক দিন ধরে তবে ঘটনা  রাতে এই ঘরে থাকে দেখতে পাই। অভিযোগকারী আমাদের প্রতিনিধিকে বলেন আমার মেয়ের সাথে খারাপ কিছু হয়নি আমার মেয়ে সাথে কথা বলে জানতে পেরেছি তবে পাশের ঘরের লোক জন আসপাশের লোকজন জড়ো করে যে কলঙ্ক হয়েছে এখন ত মেয়ে নিয়ে মুখ দেখাতে পারবো না আমি বিচার চাই তাই মামলা করেছি। আমাদের প্রতিনিধি ঘটনা বিবরণে এলাকায় বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পারে ছেলে মেয়ে উভয়ের বিয়ে র বয়স হয়নি এলাকার কিছু লোক নিজের স্বার্থ রক্ষাত্বে ঘোলা পানিতে আরো ঘোলা করে চলেছে এমন কথা শুনা যায়। এলাকাবাসীর মতে এই ঘটনা পরিকল্পিত কারণ বাসাভাড়া নেওয়া অভিযুক্তকারীর মেয়ে ও ছেলেকে পড়ানো জন্য ঠিক করা একা ছেলে মেয়ে কে বাসায় রেখে অন্যত্বে রাত যাপন করা চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র ও এলাকার টিউশন শিক্ষক কে ঘরে ডেকে নেওয়া সবেই পরিকল্পিত। এলাকাবাসী ও অভিযুক্ত এবং অভিযোগ কারী র থানায় অভিযোগ পরবর্তীতে মামলা কোন টার সাথে কোন টা মিল নেই, সুস্থ তদন্ত সাপেক্ষে সঠিক ঘটনা বের করে দোষিদের বিচারের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন জানান, এই বিষয়ে মেয়েটির পরিবার শুক্রবার সকালে ঐ যুবককে অভিযুক্ত করে থানায় অভিযোগ ও মামলা করেন। তদন্ত পূর্বক  পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত