
নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ১৫ জুন কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চন্দ্রঘোনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী হিসেবে নির্বাচন করতেছেন বর্তমান মেম্বার মোঃ আবুল হাসনাত খোকন । জানাযায় আবুল হাসনাত খোকন আওয়ামী পরিবারের সন্তান এবং খুব ছোট বেলা হতে ছাত্রলীগ এ যোগদান বর্তমানেও আওয়ামীলীগ এর সাথে জড়িত থেকে চ্ন্দ্রঘোনা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর মেম্বার হিসাবে এলাকায় উন্নয়ন সহ জনসাধারণের স্বার্থে যে কোন পরিস্থিতি তে এগিয়ে আসেন বলে ভোটারদের সাথে কথা বলে জানা যায়।
এলাকায় আমাদের প্রতিনিধি ঘুরে আরো জানতে পারেন আবুল হাসনাত খোকন করোনাভাইরাস সংক্রম কালীন নিজ এলাকায় সরকারি সহযোগিতা র পাশাপাশি নিজ অর্থায়নে কিছুটা সহযোগিতা করেন বলেও এক ভোটার আমাদের প্রতিনিধি কে জানান।
আবুল হাসনাত খোকনের সাথে সাপ্তাহিক কাপ্তাই সংবাদ এর প্রতিনিধি র দেখা হলে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন আমার জম্ম এই এলাকায় আমি ছোট বেলা হতে আওয়ামী সংগঠন এর সাথে ছিলাম এখনো আছি, এলাকা উন্নয়নের স্বার্থে গতবারের নির্বাচন করি এলাকা জনগণ আমাকে ভালো বেসে মেম্বার হিসাবে চেয়ে ছিলেন তাই মেম্বার হয়ে করোনা কালীন সহ জনগনের পাশে ছিলাম এখনও আছি। আগামী ১৫ই জুন নির্বাচন এই নির্বাচনে এলাকা জনগণ আমাকে আবারো চেয়েছেন মেম্বার নির্বাচন করি তাই নির্বাচনে নেমেছি আশাকরি এইবারও আমার এলাকাবাসী আমাকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। আমি আমার এলাকার জনগণের কাছে আবেদন করছি আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমি আপনাদের পাশে সুখে দুঃখে থাকতে চাই। আমি আপনাদের সন্তান হিসাবে আমাকে মেম্বার হিসাবে ভোটে জয় করে পাশে রাখবেন।