রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ এর অভিভাবক সভাপতি দীপংকর তালুকদার এমপি ও সাধারণ সম্পাদক মুছা মাতব্বর

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি হয়েছেন দীপংকর তালুকদার এমপি এবং সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত মো: মুছা মাতব্বর।
গতকাল মঙ্গলবার (২৪ মে ) রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি পদে ভোট না হলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সাধারণ সম্পাদক পদকে ঘিরে। বর্তমান সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বরের প্রতিদ্বন্দ্বী হাজী কামাল উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন। অবশেষে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে নির্ধারিত হয় জয় মুছা মাতাব্বর আবারও সাধারণ সম্পাদক।
কাউন্সিলরদের ভোট গণনা শেষে জানা যায়, ১৩৮ ভোট পেয়েছেন মুছা মাতব্বর এবং ১০২ ভোট পেয়েছেন হাজী কামাল উদ্দিন। ৩৬ ভোটে জয় পেয়েছেন মুছা মাতব্বর পুনঃরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এদিকে, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ছিলো উত্তাপ। নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ জনতা পর্যন্ত।

সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ঘুরেফিরে একটাই আলোচনা, কারা আসছে নতুন নেতৃত্বে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়েই সবার আগ্রহ ছিল বেশি।
কারণ ১৯৯৬ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করা বর্তমান সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের বিপরীতে সভাপতি পদে মাঠে নেমেছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সহ সভাপতি নিখিল কুমার চাকমা। আর সাধারণ সম্পাদক পদে লড়েছেন বর্তমান সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর এবং সাবেক সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন।
পরবর্তীতে সভাপতি পদ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সহ সভাপতি নিখিল কুমার চাকমা সড়ে দাঁড়ালে সম্পাদক পদটিকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়।
দলটি একদিকে পুরনো ও ঐতিহ্যবাহী এবং অন্যদিকে সরকার ক্ষমতায়। তাই সম্মেলনকে ঘিরে বেশ সরগরম ছিল রাঙ্গামাটি তৃনমূল নেতাকর্মী সহ সাধারণ জনগন । কারা নতুন নেতৃত্বে আসবেন জেলা আওয়ামী লীগ অভিভাবক। সকল জল্পনাকল্পনা অবসান হল আবারও বর্তমান সভাপতি দীপংকর তালুকদার এমপি ও সাধারণ সম্পাদক মুছা মাতব্বর। সাপ্তাহিক কাপ্তাই সংবাদ পরিবারের পক্ষ হতে সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত