
বিশু তনচংগ্যা, কাপ্তাই
কাপ্তাইয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের মিশন হাসপাতাল এলাকায় ইয়াবা সেবন,পরিবহণ এবং ধারন করার অপরাধে মো: নুর নবী(২০) এক ব্যাক্তিকে আজ কাপ্তাই ভ্রাম্যমান আদলাতের পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-১৯৯০ এ মাদক সেবনের সায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। জানা যায় তিনি চন্দ্রঘোনা বনগ্রামের মো সুজায়েত উল্লাহ এর পুত্র। অন্যদিকে একই দিনে চিৎমরম ঘাট এলাকার নুর নবী(২৪) মদ্যপান করে মাতলামি অবস্থায় স্থানীয়দের ব্যাপক গালি গালাজ করার অপরাধে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদলালত পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন।