নিজস্ব প্রতিনিধিঃ
ঈদুল ফিতরের রেশ না কাটতেই আসছে ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আযহা। কোরবানির ঈদে স্বস্তিদায়ক কেনাকাটার সুযোগ করে দিতে ‘উদ্যোক্তা চট্টগ্রাম’ আয়োজন করেছে ‘গ্র্যান্ড ঈদ এক্সিবিশন ২০২২’। চট্টগ্রামের পেনিনসুলা হোটেলের ডালিয়া হলে রোববার আজ (৩ জুলাই) থেকে শুরু হয়েছে এই পণ্য প্রদর্শনী। সবার জন্য বিনামূল্যে প্রবেশ ও উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। দু’দিনব্যাপী এই জমকালো আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় উপ অর্থবিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর।
প্রদর্শনীতে থাকছে পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষাঙ্গিক এবং লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার। ৪০+ প্রিমিয়াম ব্র্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী।
আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই নারী উদ্যোক্তা। উদ্যোক্তাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রদর্শনীতে অংশগ্রহণ এবং সারা বছরের জন্য গ্রাহক তৈরির সুযোগ করে দিয়েছে ‘উদ্যোক্তা চট্টগ্রাম’ আয়োজিত এই প্রদর্শনী। এই প্রদর্শনীর সহযোগী হিসেবে আছে ‘ উইমেন্স কনসেপ্ট, ইভেন্ট পার্টনার ‘লামোর ইভেন্ট প্ল্যানার’, ফুড পার্টনার ‘দ্যা গ্রাব-বক্স’।