ডাঃ প্রবীর বড়ুয়াঃ
বোয়াল খালী উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে বাংলার স্বাধীনতার মহানায়ক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিলে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ(কেন্দ্রীয়) সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান হানিফ এম পি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ এম পি৷ আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যায়ক্রম মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, বোয়াল খালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো বোরহান উদ্দিন এমরান, এাণ ও পূর্ণ বাসন সম্পাদক মো শাহনেওয়াজ হায়দার শাহীন, পৌর সভার মেয়র হাজী জহুরুল ইসলাম জহুর, বোয়াল খালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো জাকারিয়া৷ আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বোয়াল খালী উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ৷ অনুষ্ঠানটি উপস্হাপনাও পরিচালনা করেন বোয়াল খালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো শাহাদাত হোসেন৷ উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়াল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী৷ প্রধান অতিথি জনাব হানিফ বলেন তারা মনে করেছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করলে আওয়ামী লীগ কোন দিন ক্ষমতায় আসবেন না এবং বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না৷ কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসল ১৫ই আগস্টে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবার ও আত্মীয়স্বজনদের নিহতদের বিচার করল তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনা, তারা এখন বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চাই বি এন পি ৷ বি এন পি যখন ২০০১ -২০০৬ সালে ক্ষমতায় আসল তারা দুর্নীতিতে পাঁচবার চ্যাপিয়ন হয়েছিল৷