নিজস্ব প্রতিনিধিঃ
২৬ আগস্ট (শুক্রবার) রাত ৮ টায় নগরীর সিজেকেএস মার্কেটের ৪র্থ তলায় জাতীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২৩৫৪ চট্টগ্রাম মহানগরের উপ কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২৩৫৪ এর চট্টগ্রাম বিভাগীয় সহ- সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও গিয়াস উদ্দিন তুহিনের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি আনোয়ার হোসেন।
এতে বক্তব্য রাখেন নুর উদ্দিন সুমন, শহিদুল ইসলাম, কামাল হোসেন, জহিরুল ইসলাম ও ফয়সাল সিকদার।
আলোচনা সভা শেষে নুর উদ্দিন সুমনকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২৩৫৪ এর চট্টগ্রাম মহানগর উপ-কমিটি ঘোষনা করেন জাতীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর চট্টগ্রাম বিভাগীয় সহ- সভাপতি আনোয়ার হোসেন।