সাংবাদিক আজম খাঁন কে ফুলের শুভেচ্ছা জানান। পটিয়ায় “গাউসিয়া কমিটি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

পটিয়া বড়লিয়ায় আওলাদে রাসুল(দঃ) গাউসে জামান হুজুর আল্লামা সৈয়্যদ তৈয়্যব শাহ(রহঃ)’র সালানা ওরশ মোবারক সম্পন্ন, গাউসিয়া কমিটির পক্ষ থেকে সাংবাদিক আজম খাঁন কে ফুলের শুভেচ্ছা জানান। পটিয়ায় “গাউসিয়া কমিটি বাংলাদেশ” বড়লিয়া ইউনিয়ন শাখা’ৱ উদ্যেগে গতকাল ২৬শে আগষ্ট”২২ইং বাদে মাগরিব বড়লিয়া হাসপাতাল চও্বরে আহলে বায়তে ৱাসুল(দঃ) স্মৱণে শাহাদাতে কাৱবালা মাহফিল ও আওলাদে ৱাসুল[দঃ] গাউসে জামান আল্লামা হাফেজক্বারী সৈয়্যদ তৈয়্যব শাহ(ৱহঃ)’ৱ সালানা ওৱশ মোবারক সম্পন্ন হল। এতে প্রধান অতিথি ছিলেনঃ
গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্রীয় পরিষদের মহাসচিব আলহাজ্ব শাহজাদা ইবনে দিদার সাহেব। প্রধান ওয়াজিন ছিলেনঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিছ, মুফতি মাওলানা আলহাজ্ব জসিম উদ্দীন আল-আযহারী(মাঃজিঃআ)সভাপতিত্ব করেন, ৯নং(ক) বড়লিয়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব-মুহাম্মদ জাহাঙ্গীর আলম মাষ্টার সহ দক্ষিন জেলা ও পটিয়া থানার সকল নেতৃবৃন্দ উপস্হিত ছিল।
২৭.০৮.২০২২।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত