নিজস্ব সংবাদদাতাঃ
২০০৪ সালের ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর এনায়োতবাজার মোড়ে সমাবেশ করেছে ২২ নম্বর এনায়েতবাজার যুবলীগ, স্বেচ্ছাসেকলীগ ও ছাত্রলীগ।
শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় আয়োজিত সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের ত্যাগের ইতিহাস ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। কারণ দেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের হাত ধরে, বঙ্গবন্ধুর নেতৃত্বে। রাজপথে রক্ত দিয়ে আওয়ামী লীগ এদেশ প্রতিষ্ঠা করেছে। আওয়ামী লীগই আগামী দিনে দেশের সংকটে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখবে। রাজপথই আওয়ামী লীগের শেষ ঠিকানা।’
যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সুজিত ঘোষ, আব্দুস সুক্কুর, মোরশেদুল আলম, আমিনুল ইসলাম শাহানুর, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ফরিদ, তৌহিদুল ইসলাম মিথুন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, শুভ দত্ত, অন্তর হোড়, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা গোবিন্দ দত্ত, আরিফুল ইসলাম আরিফ। উপস্থিত ছিলেন একএ মাসুদ, বাবুল দে, মান্না দে, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ হাসান, দেলোয়ার হোসেন রুবেল, নাজিম উদ্দীন, মোস্তফা আমান, ইয়াছির আরাফাত রিকু, ফারহান উদ্দীন খান, তৌহিদুল করিম ইমন, ইমতিয়াজ বাবর, পিয়াল দে, জাহেদ অভি, সালাহ উদ্দীন সাইদ, প্রলয় চৌধুরী।