লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী দুই জুয়েল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জয়নাল আবেদীন লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রামগতিতে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দু’জনের নামই জুয়েল। এসময় তাদের কাছ থেকে  একটি একনলা দেশীয় তৈরী বন্দুক , ৯টি কার্তুজ, তিনটি লোহার তৈরী রামদা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে- নোয়াখালী জেলার চর বাটা এলাকার  কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে জুুুয়েল রানা (২২) ও  মধ্য বাগুয়া এলাকার মাকসুদ হাওলাদারের ছেলে মোঃ জুয়েল(১৪)। শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে রামগতি থানাধীন চরগাজী ইউপির অন্তর্গত আলী আকবর হাজিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ জানায়, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আরিচুল হকের  নেতৃত্বে এস আই আবুল খায়ের সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  চরগাজী ইউপির অন্তর্গত আলী আকরব হাজিরহাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় তৈরী বন্দুক, ৯টি কার্তুজ, তিনটি লোহার তৈরী রামদা উদ্ধার করা হয় । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রামগতি থানার মামলা নং-০২, তারিখ-১০/০১/১৯ইং, ধারা-১৮৭৮ সনের       অস্ত্র আইনে ১৯-A(f) মামলা রুজু করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত