
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
হরিরামপুর উপজেলা বলড়ায় মো: নান্নু মিয়া (৫১)গ্রাম: কোকোর হাটি থানা: হরিরামপুর জেলা: মানিকগঞ্জ। পারিবারিক কলহের কারনে নিজ বাড়ীতে কিটনাশক (বিষ) পান করলে পরিবারের লোকজন জানতে পেরে নান্নুকে দ্রুত হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।মৃত্যুর কারন হিসেবে স্হানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছ জানা যায়,মৃত: ব্যক্তির তিনটি কন্যা সন্তান আছে কোন পুত্র সন্তান না থাকায় জমি জমা তার স্ত্রী নিজ নামে লিখে নিয়েছেন বিধায় পারিবারিক কলহে উক্ত মৃত্যু ঘটনা ঘটেছে বলে জানা যায়।