
কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকার বারঘোনিয়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানীদের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এমপি।শুক্রবার সকালে বারোঘোনা কেপিএম মার্কেটে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান সরেজমিন পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্থ দোকানীদের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াগ্গা বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শহিদুল ইসলাম,
রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াই চিং মং মারমা, জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আ’ লীগ সভাপতি অংসুপ্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কেপিএমের জিএম(উৎপাদন) মোঃ গোলাম সরওয়ার, ওসি(তদন্ত) নুরুল আলম,রাঙামাটি জেলা আ’ লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, জেলা আ’ লীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ,উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,সহ সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা আ’ লীগ সদস্য আকতার হোসেন মিলন,উপজেলা আওয়ামী পেশাজীবি পরিষদ আহবায়ক প্রকৌশলী রুবায়েত আকতার আহমেদ,সচিব মোঃ আলী আকবর, থানা আ’ লীগের সাবেক সাধারণ সম্পাদক এম, ইসমাইল ফরিদ, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাসির উদ্দীন,সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,চন্দ্রঘোনা ইউনিয়ন আ’ লীগ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফজলুল কাদের মানিক,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ নুর উদ্দীন সুমন, সাবেক ছাত্রলীগ সভাপতি সাঈফুদ্দীন মানিক, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা আবদুল লতিফ,কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, ক্ষতিগ্রস্থ দোকানদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসি।
উল্লেখ্য,গত ৬ ডিসেম্বর রাত প্রায় ২টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বারঘোনা কেপিএম মার্কেটের ১৬ টি মুদি,কুলিংকর্ণার,চা- দোকান,ফার্ণিচার,লন্ড্রী ও কাপড়ের দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়।এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দোকানীরা জানায়।