এ কে জায়ীদ বেরোবি প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশজুড়ে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রংপুর।
সোমবার (৪ সেপ্টেম্বর ) দুপুর ১২.৩০ মিনিটে বেরোবির ক্যাম্পাস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা। এখানে উপস্থিত ছিলেন বেরোরি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে সভাপতিত্ব করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের -সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জন কুমার দাস এবং অন্যান্য ছাত্র লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম বলেন বিএনপি-জামায়াত ২০১৪ সালে যে পেট্রলবোমা মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছি সেখানে বাংলাদেশ ছাত্রলীগকে এই চক্রান্তের রুখে দাঁড়িয়েছিল এবং ভবিষ্যতে রুখে দাঁড়াবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং এই শক্তিশালী এর মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্রলীগকে অগ্র সৈনিক হিসাবে কাজ করার জন্য অনুরোধ করেন।
উক্ত বিক্ষোভ মিছিলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে সারা বিশ্বে সামনে যখন বাংলাদেশকে মাথা উঁচু করে দাড়িয়েছে, বাংলাদেশ যখন আন্তর্জাতিক পর্যায়ে রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে ঠিক সেই সময় পাকিস্তানের প্রেতাত্মারা, স্বাধীনতা বিরোধী সংগঠন বিএনপি ও জামায়াত বাংলাদেশকে পিছিয়ে পারার জন্য কাজ করছে।
তিনি আরো বলেন অতীতের ইতিহাসে বাংলার রাজপথে থেকে শুরু করে ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচনে ভূমিকা পালন , শিক্ষা আন্দোলনে, ১৯৬৬ সালের ৬ দফায় এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্রলীগ ভূমিকা পালন করেন।
তিনি বলেন এই ক্যাম্পাসে কোন বিএমপি ও জামায়াতে বা কোন কুচক্র মহল যেন শিক্ষা কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটাতে না পারে। কোনো নৈরাজ্য পরিবেশ ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন সকলকে।