
এ কে জায়ীদ বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর মার্কেটিং বিভাগে নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন একই বিভাগের এসোসিয়েট প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন । আজ সোমবার (০৫ সেপ্টেম্বর ২০২২) তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে হিসেবে যোগদান করেন।এর আগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন অধ্যাপক ফেরদৌস রহমান
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগেও তিনি অত্যন্ত সফলতার সাথে মার্কেটিং বিভাগ-এর বিভাগীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি গত এপ্রিলে, সহকারী অধ্যাপক ড. মোঃ জাহিদ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে পিএইচ ডি ডিগ্রী অর্জন করেছেন।
এর আগে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন প্রফেসর ফেরদৌস রহমান
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর নির্দেশে রেজিস্ট্রার তাঁকে এই পদে ০৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন বলে জানা যায়।