স্বপ্ন নিয়ে কুসংস্কার টা অনেক বেশি। আমার কানে একবার এরকম একটি কুসংস্কার আসে, যে আপনি ঘুমের মধ্যে যাকে স্বপ্ন দেখলেন, সেই ব্যক্তি ও আপনাকে স্বপ্ন দেখেছে। একজন বিজ্ঞানমানব হিসেবে আমি, প্রমাণ ছাড়া কোন কিছু বিশ্বাস বা অবিশ্বাস করতে পারি না। তাই আমি এটা আসলেই হয় কিনা জানার জন্য, স্বপ্ন দেখার পর পর ই যাদের স্বপ্নে দেখতাম তাদের জিজ্ঞাসা করতাম যে তারাও কি আমাকে স্বপ্ন দেখেছে? উত্তর আসতোঃ না। তারা আমাকে স্বপ্নে দেখেনি। তারপর আরেকটি কুসংস্কার শুনেছিলাম যে, আপনি যাকে স্বপ্নে দেখলেন সেই ব্যক্তি আপনাকে খুবই স্মরণ করছে তাই আপনি তাকে স্বপ্নে দেখেছেন। বাস্তবার সামনে এই কুসংস্কার টি ও হুমড়ি খেয়ে পরলো। কারণ, এটাও আমি সবাইকে জিজ্ঞেস করে বা বিভিন্ন কায়দায় জানার চেষ্টা করতাম যে, আমি যাদের স্বপ্নে দেখলাম তারা সত্যিই আমাকে খুব স্মরণ করছে কিনা। তারপর এই বিষয় ও আমার কাছে প্রমাণিত হয় যে এই কথাটাও একটি কুসংস্কার।
এই পৃথিবীটা পদার্থবিজ্ঞানের নিয়মে চলে এবং মানব মস্তিষ্ক চলে বায়োলজিক্যাল নিয়মে। বিজ্ঞান এবং সাইকোলজি বলে আমরা সেসব নিয়েই স্বপ্নে কোন "নতুন বা অভিন্ন" কাহিনী দেখি, যেসব সম্পর্কে আমরা জানি এবং পূর্বে দেখেছি। আমরা গুরুত্বের সাথে যে জিনিসগুলো দেখি না এবং যে জিনিসগুলো মনে রাখি না সেগুলো ও আমাদের মস্তিষ্কে জমা থাকে। এই গুরুত্ব না দেওয়া জিনিসগুলো যা আমাদের মস্তিষ্কে জমা থাকে সেগুলোও আমাদের স্বপ্নে আসার সম্ভাবনা রাখে। এখন যদি কেউ বলে যে,
সে এমন প্রাণী স্বপ্নে স্পষ্টভাবে দেখেছে যা সে পূর্বে কখনো দেখেনি। এটা কি সম্ভব? হ্যা এটা একমাত্র তখন সম্ভব যখন দ্বিতীয় কেউ, "সেই ব্যক্তি যখন ঘুমন্ত থাকবে তখন" বাহির থেকে তার মস্তিষ্কে, সেই তথ্য অর্থাৎ সেই প্রাণীর ছবি প্রেরণ করতে সক্ষম হবে তখন। কিন্তু মানবজাতির কাছে এখনো এধরণের কোন প্রযুক্তি নেই।
লেখকঃ নাঈম আজিজ