
এ কে জায়ীদ বেরোবি প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিজনেস ক্লাবের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। বিজনেস ক্লাব যাত্রা শুরু করে ১৩ ই এপ্রিল ২০১৮। আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর ২০২২) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে কোন পূর্ণাঙ্গ কমিটি ছিল না। সকলের সম্মতিক্রমে মোঃ তায়েবুর রহমান কে সভাপতি এবং মোঃ ইমন আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আগামী ১ বছরের জন্যে কমিটি ঘোষণা করা হয়। বিজনেস ক্লাব প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বিকাশের অভিপ্রায় নিয়ে ক্লাবটি প্রতিষ্ঠা হয়। শিক্ষার্থীরা যেন উপস্থাপনা, ইংরেজী ভাষায় কথা বলা , যোগাযোগ দক্ষতা বৃদ্ধি , মামলা সমাধান, ব্যবসায় প্রতিযোগিতা যেন টিকে থাকে এই বিষয় নিয়ে কাজ করে বিজনেস ক্লাব। উক্ত সংগঠনের উপদেষ্টা হিসাবে আছেন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মতিউর রহমান স্যার, মার্কেটিং ডিপার্টমেন্ট এর অধ্যাপক ফেরদৌস রহমান স্যার এবং সহযোগী অধ্যাপক মোঃ নুরনবী ইসলাম স্যার । ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম এর লেকচারার মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া স্যার সহ আরো অনেকেই উপদেষ্টা হিসাবে আছেন । মোঃ তায়েবুর রহমান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের ১০ম ব্যাচের ছাত্র এবং মোঃ ইমন আহমেদ একই ডিপার্টমেন্টে এর একাদশ ব্যাচের ছাত্র। সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবে – তামজীদ আহসান তুরান(MGT-10), মোহাম্মদ ইশতিয়াক ইসলাম খান(MKT-10), মোঃ শাকিব আহমেদ (MKT-10), সাদাত মাহফুজ(MKT-10), মোঃ রোজ ইসলাম (MKT-10), মোঃ আব্দুর রহমান(MKT-10), মুশফিকুর রহমান (MKT-10) । যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করবেন জাবের আল হাসান নাঈম (MKT-12)।সাংগঠনিক সম্পাদকের দিয়েত্ব থাকবেন শামীম উদ্দিন (FAB-11) এবং সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন আবরারুল হক (MKT-12), আবু রায়হান তামিম (MGT-13), সার্জি আক্তার (MKT-13), ইমরান নাজির ইমন (MKT-13), ওয়ালিউল ইসলাম আশিক (MKT-13), ফিসান শিকদার (MIS-13), এছাড়াও কোষাধ্যক্ষ, সহকারী কোষাধ্যক্ষ,প্রচার ও যোগাযোগ সম্পাদক, সহকারী প্রচার ও যোগাযোগ সম্পাদক, দপ্তর ক্যাম্পাস বিষয়ক সম্পাদক, কার্যনির্বাহী কমিটির অনেকেই দায়িত্ব পালন করবেন। উক্ত কমিটির সকল সদস্য কে সংগঠন এর সার্বিক কার্যাবলী ও দিক নির্দেশনা মেনে পরিবর্তী সকল কাজে নিজ দায়িত্ব পালনে সদা তৎপরতার সহিত কাজ করে সংগঠন এর সফলতা ধরে রেখে সামনে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান অনুযায়ী সামনে এগিয়ে নিতে সকলের প্রচেষ্টা একান্ত কাম্য।