
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা কারবারিদের আত্মসমর্পনের জন্য আগামী ৫ দিনের মধ্যে নাম জমা দেওয়ার আহবান জানিয়েছেন সাবেক এমপি আব্দুর রহমান বদি। (১১ জানুয়ারি) শুক্রবার বিকেলে টেকনাফ চৌধুরী পাড়ায় বদির কটেজে নব-নির্বাচিত এমপি শাহীন আক্তার চৌধুরীর সাথে সাক্ষাৎ করতে আসা এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে করে তিনি এ আহবান জানান। বদি আরো বলেন, কেউ যদি আত্নসমর্পন না করে পরবর্তীতে তাদের পরিনতি ভয়াবহ হবে। টেকনাফের ছেলেহারা মা বাবা, স্বামীহারা স্ত্রী ও বাবাহারা সন্তানদের কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছেন। সরকারের সাথে আলাপ করে তালিকাভূক্ত ও তালিকার বাইরে থাকা ইয়াবা ব্যবসায়ীদেরকে ৫ দিনের মধ্যে যোগাযোগ করতে আল্টিমেটাম দেন। তিনি টেকনাফ হতে ইয়াবার বদনাম ঘোচাতে সকলের সহযোগিতা কামনা করেন। এমপি শাহিন আকতার বলেন, উখিয়া-টেকনাফে যারা ইয়াবা ব্যবসায় জরিত তাদের কোন রেহাই নেই। হয় ভাল হতে হবে না হয় এদেশ ত্যাগ করে চলে যেতে হবে। তাদের স্থান উখিয়া টেকনাফের মাটিতে হবে না। কোন ইয়াবা ব্যবসায়ী এলাকায় থাকতে পারবে না। কোন মাদক ব্যবসায়ীদেরকে ছাড় দেওয়া হবে না। মাদক ইয়াবা ব্যবসা সহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করনীয় আমি তাই করব। ইয়াবা সহ মাদকের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ, ভাইচ-চেয়াম্যান মোঃ রফিক উদ্দিন, দূযোর্গ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছ বাংঙ্গালী, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম, শাহপরীরদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা আলী, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সরওয়ার আলম,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কোহিণূর আকতার ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ আরো অনেকে। সভা পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলম বাহাদুর।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহিন আকতার চৌধুরী পোনে ২ লাখ ভোট পেয়ে বিজয়ী হয়। নৌকার প্রার্থী শাহিন আকতার পান ১ লক্ষ ৯৬ হাজার ৯৭৪ ভোট। এর মধ্যে উখিয়া উপজেলায় ৭৪ হাজার ২৯৪ ভোট পান। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ১৮ ভোট। তিনি টেকনাফ উপজেলায় ৮ হাজার ২১০ এবং উখিয়া উপজেলায় ২৮ হাজার ৮০৮ ভোট পান। নৌকা ১ লাখ ৫৯ হাজার ৬৯৫৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছে।