
আজগর আলী খান রাজস্থলীঃ
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় শারদিয় দুর্গাপূঁজা উপলক্ষে পুজা মন্ডবে জিআর এর চাউল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ।
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে , উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদিয় দুর্গপূঁজা উপলক্ষে পুজা মন্ডব কমিটিকে জিআর প্রকল্পের আওতায় চাল (অনুদান) প্রদান অনুষ্ঠানে তিনি এ চালের ডিও বিতরণ করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল জানান উপজেলার ৩টি ইউনিয়নে ৩টি পুজা মন্ডবে জিআর প্রকল্পের আওতায় প্রতিটি পূঁজা মন্ডবে ৫০০ কেজি করে মোট দেড় হাজার কেজি, ১ মে,টন ৫০০ কেজি চাল বিতরণ করা হয়।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ধনরাম কর্মকার, অজয় দাশ, বিশ্বনাথ চৌধুরী, দীলিপ দাশ, শিমুলদাশ প্রমুখ।