মোঃ নাঈম আজিজ
আমার হাত ভেঙেছে, পা ভেঙেছে
বলিয়াছে মোরে সজাগ করিয়া,
পরে থাক তুই, উঠলে দাড়াইয়া
মারবো তরে শুন্যে ঝুলাইয়া।
অবাক হইয়া প্রশ্ন করিয়া
বিবেকে মোর সামনে আসিয়া,
পাশে বসিয়া শুনিবার চায়
মারলো কেন, দোষ কিরে তর?
তাকিয়া আমি কহিলাম ভাই
আমার নাম যে সততা তাই,
অন্যায় এ কয় মারিবার চাই
কুকীর্তি ফাঁসের ভয় পায় তাই।
সততার সব কথা শুনিয়া
বিবেকে কহিলো উঠে দাড়াইয়া,
তুমি সত্য যখন আসো চলিয়া
মিথ্যা যায় ধ্বংস হইয়া।
বিবেকের এই কথা শুনিয়া
সততার বল আসে ফিরিয়া।
সততায় কয়,
আমি সততা, আমি সত্য,
যুগে যুগে আমি ফিরিয়া আসি
মিথ্যারে করি ধ্বংস।
আমি শক্তি, আমি মুক্তি
বারেবারে আমি ফিরে আসিয়া,
মিথ্যারে দেই শাস্তি
আমি ই শক্তি, আমি মুক্তি।