প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০১৯, ৯:৪০ পূর্বাহ্ণ
লক্ষ্মীপুরে দেড় বছরেও নৌ-বন্দর নির্মাণ কাজের অগ্রগতি নেই, ক্ষুব্ধ সাধারন মানুষ

জয়নাল আবেদীন লক্ষ্মীপুরঃ
ভিত্তিপ্রস্তর স্থাপনের দেড় বছর পার হলেও এখনো কোনো অগ্রগতি নেই লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটের নৌ-বন্দর নির্মাণে। কোন আলোর মুখ দেখতে ও শুরু করেনি এর কার্যক্রমে। যদিও জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ’র যৌথ সার্ভে কমিটির সমন্বয়হীনতায় প্রকল্পের কাজে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে জেলার যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দ্রতই নৌ-বন্দর নির্মাণ কাজ শুরুর দাবী স্থানীয়দের।লক্ষ্মীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে মজুচৌধুরীর হাট। এ লঞ্চঘাট দিয়ে প্রতিদিন বরিশাল, চট্রগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের প্রায় ২১ জেলার হাজার হাজার মানুষ চলাচল করে এই রুটে। এটি অত্যান্ত গুরুত্বপূর্ণ নৌ রুট হওয়ায় ২০১৭ সালের মার্চে নৌ-বন্দর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর প্রায় দেড়বছর পেরিয়েছে কিন্তু আলোর মুখ দেখা লক্ষন ও এখনো দেখা যায়নি।এখান থেকে লঞ্চ চালুর আশ্বাস এবং কয়েকবার উদ্ভোধনের তারিখ দেওয়া হলেও স্থানীয় মন্ত্রীর মিথ্যাচারে ক্ষোভে ফুঁসে রয়েছে ভুক্তভোগীরা। অভিযোগ রয়েছে, প্রশাসন ও চাঁদপুর বিআইডব্লিউটিএ’র যৌথ সার্ভে কমিটির মধ্যে কর্তৃত্ব, সমন্বয়হীনতায় ও আমলাতান্ত্রিক জটিলতায় অগ্রগতি হয়নি নৌ-বন্দর নির্মাণ কাজের। প্রকল্পের বর্তমান অবস্থায় উদ্বেগ জানিয়েছে ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা।বন্দর নির্মাণ প্রকল্পটি নৌ-মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন এবং এরই মধ্যে ভূমি অধিগ্রহনের কাজ শুরু হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ অঞ্চলের যাতায়াত ও ব্যবসা বাণিজ্য প্রসারে মজুচৌধুরীর হাট লঞ্চঘাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই দ্রুতই বন্দর নির্মাণের দাবি স্থানীয়দের।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.