ছুটি শেষে প্রাণ পেয়েছে বেরোবি

নিজস্ব প্রতিবেদক

 

এ কে জায়ীদ বেরোবি প্রতিনিধিঃ

পূজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১০ দিন বন্ধ থাকার পরে আজ সোমবার (১০ অক্টোবর) খুলেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যক্রম শুরু হয়েছে। আবাসিক হল চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিত কম ছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল তা পুনরায় শুরু হয়েছে। খোলার প্রথম দিনেই বিভিন্ন বিভাগে ক্লাস, প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহনও আগের শিডিউলে চলমান রয়েছে।

এদিকে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সদ্য ক্যাম্পাসে একটি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল। বহিরাগত লোক ক্যাম্পাসে এসে বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি তেরি করেছে। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন আবার শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের কাছে দাবি থাকবে, সব পরিস্থিতি কাটিয়ে উঠে ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ শিক্ষাসুলভ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবে।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, টানা বন্ধের পর বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থী হলে উঠতে শুরু করেছে। ক্যাম্পাস আবার প্রাণ ফিরে পেয়েছে।

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আয়শা হুমাইরা নুপুর বলেন, ছুটি কাটিয়ে আমরা আবারো ক্যাম্পাসে ফিরতে পেরেছি। আগের মতো ক্লাস, প্রেজেন্টেশনে ফিরতে পেরেছি। বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্পে ক্যাম্পাসে প্রাণ ফিরে এসেছে। ছুটিতে থাকলে সবসময় ক্যাম্পাসকে মিস করি। এখন আবার ক্যাম্পাসে ফিরে আমরা আনন্দিত।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ২০২২ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত