মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরোপ্রধান( ঢাকা)
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নে মো:রিয়ান-(১১)পিতা:আলিম খান।গ্রাম:সুলতানপুর।
থানা :হরিরামপুর।
জেলা : মানিকগঞ্জ। ফাঁস লেগে মৃত্যু বরণ করেন । স্হানীয়দের কাছ থেকে জানা যায় যে,মৃত : রিয়ান তার ছোট বোনের সাথে সুতার রশি নিয়ে খেলতে যেয়ে বসত ঘরের বারান্দায় আড়ার সাথে নিজের কাছ থেকেই ফাঁস লেগে যায় ।মৃত: রিয়ানের ছোট বোন তার মাকে জানা ভাই কেমন করছে।মৃত: রিয়ানের মা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।কর্তব্যরত ডাক্তার অক্সিজেন দেওয়ার পুর্বেই মৃত্যু বরণ করেন বলে জানা যায়।