
আশরাফুল ইসলাম তুষার(কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের তাড়াইলে ২৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে তাড়াইল থানা পুলিশ। জানা যায়,রবিবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তাড়াইল থানার এসআই রাজীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা গাঙপাড়ের আবুল হাসেম মিস্তুরির বাড়ির পাশ থেকে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।গ্রেফতারকৃতরা হলেন,ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের পাচঁকাহনিয়া গ্রামের মৃত বেচু মীরের ছেলে আসাদুজ্জামান (৪৫) ও পার্শবর্তী করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের পাহিরাজ পাড়া গ্রামের মৃত আশিদ মিয়ার ছেলে সোহরাব (৪২)।এসআই রাজীব জানান,আটককৃতরা দীর্ঘদিনধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।আমাদের দেখে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ।আমরা টেকনিক করে ওদের মোটরসাইকেল ও ইয়াবাসহ ধরতে সক্ষম হই। এ ব্যাপারে তাড়াইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১)এর ১০ (ক)ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ২৭৫ পিস ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৮২ হাজার ৫ শত টাকা। ওজন ২৭ গ্রাম ।আটককৃত দের সোমবার সকালে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।