
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলসোড়া ইউনিয়নের আইলকন্ডি গ্রামে, ভূমিহীন ও গৃহহীন সাত্তাতুর টি পরিবারের জন্য আশ্রয়ন প্রকল্পের তিন শতক জায়গার ওপর মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। মাটি ভরাটের দায়িত্বে নিযুক্ত আছেন স্থানীয় চেয়ারম্যান জায়েদ খান, ধুলসুরা ইউনিয়ন। প্রকল্পের জায়গা ভরাটের জন্য আইলকুন্ডি চরে ড্রেজিং করা হচ্ছে। ট্রলার দিয়ে বালি আনার ব্যবস্থা না থাকায় উক্ত ড্রেজিং করা হচ্ছে বলে জানা যায়। হরিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মানিকুজ্জামান এর মাধ্যমে জানা যায় যে প্রতিটি ঘরের জন্য সরকারিভাবে বরাদ্দ হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা =(১৯,৯৮,১,৫০০ টাকা )এবং প্রতিটি ঘরের জন্য পরিবহন খরচ পাচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের সকল প্রকার কার্যক্রম উপজেলার তত্ত্বাবধানে হবে বলে জানা যায়।