
মো আবদুল হক বিভাগীয় ব্যুরোপ্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার অডিটোরিয়ামে উপজেলা পরিষদের উদ্যোগে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেখ রাসেল দিবস উপলক্ষে অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন,জনাব দেওয়ান সাইদুর রহমান,উপজেলা চেয়ারম্যান। জনাব মো: সাইফুল ইসলাম ,উপজেলা নির্বাহি অফিসার। তাপসী রাবেয়া,সহকারী (ভূমি) কমিশনার। সৈয়দ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ হরিরামপুর থানা।এছাড় ও হরিরামপুর উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।