
মোঃখোরশেদ আলম নিজস্ব প্রতিনিধিঃ
শেখ রাসেল দিবস উপলক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার হল রুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, সাব-রেজিস্টার সালাহ উদ্দিন আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ তৈয়ব হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শেফাউল আলম, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সুব্রত রায়, উপজেলা প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, কাশিনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন প্রমুৃখ।
এর আগে উপজেলায় নির্মিত বঙ্গবন্ধুর স্কয়ারে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শুভ রঞ্জন চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসি আকতার, পুলিশ পরিদর্শক (তদন্ত)জনাব ত্রিনাথ সাহা, এসআই নাজমুল,লিটন,অনুম চক্রবর্তী,বশির, এএসআই ইসমাইল, এমরান,ভূইঁয়া, কনষ্টেবল এরশাদ,রাসেল,শরীফসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা।