চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত ১২ আসামী গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

মোঃখোরশেদ আলম নিজস্ব প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১২ আসামীকে গ্রেপ্তার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।এসআই নাজমুল,অনুপ চক্রবর্তী,তাহের,উগ‍্যজাই মারমা,এএসআই সুলেমান,ইমরান হোসেন,এমরান ভূইঁয়া,নজরুল ইসলাম,কামরুজ্জামান,শামীম,শামসুদ্দীন গ্রেপ্তারকৃতরা হলো; ইসমাইল, ইব্রাহিম, দেলোয়ার হোসেন, বাবুল মিয়া, ফজল মিয়া, আজাদ হোসেন, নেজাম উদ্দিন, কামাল উদ্দিন, মঞ্জু মিয়া, রাজিব, রেজাউল করিম বাবলু ও মোরশেদ আলম।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত ত্রিনাথ সাহা জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের নির্দেশে ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার এসআই নাজমুল হকের নেতৃত্বে ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পৃথক টিম মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ ইসমাইল, ডিমাতলী গ্রামের কালা মিয়ার ছেলে ইব্রাহিম, শ্রীপুর ইউনিয়নের বাগৈ গ্রামের আবদুস সোবহানের ছেলে দেলোয়ার হোসেন, ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের কসি উদ্দিনের ছেলে বাবুল মিয়া, ইদ্রিস মিয়ার ছেলে ফজল মিয়া, জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের হাফেজুর রহমানের ছেলে আজাদ হোসেন, আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে নেজাম উদ্দিন, কামাল উদ্দিন, তার ছেলে মঞ্জু মিয়া, একই গ্রামের বাবুল মিয়ার ছেলে রাজিব, হাজী নাজিম মাস্টারের ছেলে রেজাউল করিম বাবলু ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের মৃত মান্নানের ছেলে মোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়।
বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত