
মো.আজগর আলী খান, রাজস্থলীঃ
রাঙ্গামাটি রাজস্থলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২২ উদ্বোধন করা হয়েছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস কনফারেন্স রুমে ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি কমাতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুব আলম রনি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, কারিতাস ব্যবস্থাপক সাধন কৃঞ্চ চাকমা, জুম ফাউন্ডেশন মাঠ কর্মী তুলনা চাকমা, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, কৃষক-কৃষানি উপস্থিত ছিলেন। সভায় উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি বলেন, ইঁদুর আমাদের দেশে খাদ্যশস্য ধ্বংস করছে। তাই আমরা ইঁদুর নিধন করতে না পারলে খাদ্যশস্য রক্ষা করা সম্ভব নয়। এখন অত্যাধুনিক প্রযুক্তি বের হয়েছে আমরা সেগুলো ব্যবহার করে ইঁদুর নিধন করতে পারি। এক জোরা ইঁদুর অনুকুল পরিবেশ পেলে বছরে তিন হাজার ইঁদুর জন্ম দিতে পারে। একটি ইঁদুর প্রতিদিন তার শরীরের ওজনের ১০ গুন পর্যন্ত খাবার নষ্ট করে। তার গর্তে ২০ কেজি পর্যন্ত ফসল লুকিয়ে রাখতে পারে। সভায় প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা বলেন, ইঁদুর ফসল ও সম্পদের অনেক ক্ষতি করে। প্রায় ৬০ ধরণের রোগ – জীবানু বহন ও বিস্তার করে। ইঁদুরের ক্ষতিকর ভূমিকার কথা বিবেচনা করে১৯৮৩ সাল থেকে জাতীয় ভাবে ইঁদুর নিধন অভিযান পরিচালিত হচ্ছে।