ইমাম হোসেন জীবন বিশেষ প্রতিনিধি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের ২৬ বছরপূর্তী উপলক্ষ্যে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্রগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে নানা আয়োজনে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়।
আজ ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যা সাতটায় সংগঠনের চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভাগীয় সভাপতি মোঃ সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বিভাগীয় ও মহানগর কমিটির নেতৃবৃন্দের মধ্যে, মোঃ নুরুল বাশার, নাসির উদ্দিন মজুমদার, নাছির নীরব, ইসমাইল ইমন, মিথিলা চৌধুরী,তাহেরা শারমিন,এম এ নাঈম, শামীম আকন অভি, অভিজিৎ বড়ুয়া,নুর হোসেন ও সিরাজুল হক প্রমুখ।
বক্তারা বলেন,১৯৯৬ সালের ২৬ অক্টোবর মানবাধিকার কর্মীদের সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। আসক ফাউন্ডেশন ২৬ বছর ব্যাপী মানব অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অসহায় নির্যাতিত অধিকার বঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামীতেও সংগঠনের পাশে থাকা আন্তরিক নিরলস কর্মীদের নিয়ে এই সংগঠন আত্ম মানবতার সেবায় নিয়োজিত থাকবে।