মোঃখোরশেদ আলমঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষক দিবস ২০২২ উপলক্ষে শিক্ষক সমাবেশ ২৭ (অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ শিব প্রশাদ দাশ গুপ্তের সভাপতিত্বে ও রুপম সেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ সাকিনা আকতার, মিয়া বাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার ওয়ালী উল্লাহ, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শামছুদ্দিন মোঃ আবুল কাশেম ও সোনা কাটিকায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাবলু সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।