
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,
“শান্তি-শৃঙ্খলা সর্বত্র “
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরোপ্রধান ঢাকাঃ
এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে, কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে হরিরামপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কর্তৃক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন – সৈয়দ মিজানুর ইসলাম, অফিসার ইনচার্জ,হরিরামপুর থানা, মানিকগঞ্জ,জনাব দেওয়ান সাইদুর রহমান (চেয়ারম্যান) হরিরামপুর উপজেলা পরিষদ,জনাব তাপসী রাবেয়া, সহকারী কমিশনার (ভূমি), হরিরামপুর উপজেলা পরিষদ, জনাব মোঃ তৌহিদুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত)হরিরামপুর থানা, মানিকগঞ্জ ও হরিরামপুর থানা পুলিশের সকল অফিসার ও ফোর্স । এছাড়া হরিরামপুর থানা কমিউনিটি পুলিশিংয়ের সম্মানিত সভাপতি- জনাব মোঃ মাসুম আনসারি ও কমিউনিটি পুলিশিংয়ের সেক্রেটারী জনাব মোঃ ওবায়দুল হক বিল্টু সহ কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী বৃন্দ। বর্ণাঢ্য র্যালীটি বিভিন্ন আনন্দ উল্ল্যাস ও ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে হরিরামপুর থানা হতে পাটগ্রাম মোড় প্রদক্ষিণ করে পুনরায় থানা প্রাঙ্গনে এসে আলোচনা সভায় বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।