
এ কে জায়ীদ বেরোবি প্রতিনিধিঃ
২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে। গত ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলে এ আবেদন। এতে ১৩৯৫টি আসনের বিপরীতে ৩টি ইউনিটে মোট আবেদন পড়েছে ২৮২৩০জন। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট আসন সংখ্যা আছে ১৩৯৫টি। বেরোবি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট ৭০৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫১০০ জন ভর্তিচ্ছু। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে ৩৬২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯২৮২ জন ভর্তিচ্ছু। অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩২৬টি আসনের জন্য মোট ৩৮৪৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। মেধাতালিকার বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, আগামী ৩ নভেম্বরে মেধাতালিকা প্রকাশিত হতে পারে। চলতি বছর দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। গুচ্ছে ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে মোট আবেদন পড়েছিল ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি।