
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
সম্প্রতি ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ২ বছরের জন্য মোঃ নাছির উদ্দিনকে সভাপতি নির্বাচিত করেন। চন্দ্রঘোনা আধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ নাছির উদ্দিন সভাপতি নির্বাচিত হওয়ার পূর্বের তিনি বাংলাদেশ ছাত্রলীগ এর ইউনিয়ন ও কলেজ শাখা এবং থানা শাখার দায়িত্বে ছিলেন। তিনি চট্টগ্রাম আইন কলেজের জিএস হিসাবেও সুনামের সাথে আওয়ামীলীগের দূর্সময়ের নেতা ছিলেন, এছাড়া তিনি বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং দানবীর হিসাবে পরিচিতি পাই, করোনা কালীন সময়ে রাঙ্গুনিয়া এবং চট্টগ্রাম সিটিতে গার্মেন্টস কর্মিদের প্রতি সহযোগিতা হাত বাডিয়ে দিয়েছিলেন। তিনি বর্তমানেও চট্টগ্রাম আওয়ামীলীগ পরিবারের সাথে বিভিন্ন অনুষ্টানে স্বদলবলে অংশগ্রহণ করেন। তীর্ণমূল হতে উঠে আসা এই নেতার সাথে আমাদের প্রতিনিধি সাথে আলাপচারীতায় তিনি বলেন, আমি স্কুল জীবন থেকে আওয়ামীলীগ পরিবারের সাথে ছিলাম শেষ জীবনেও আওয়ামী পরিবারের সাথে থেকে দেশ উন্নয়নে র কাজ করে যেতে চাই, তার ই ধারাবাহিতায় কাজ করে চলছি। চন্দ্রঘোনা আধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আমাকে সভাপতি করাই আমি রাঙ্গুনিয়া র গণমানুষের নেতা আধুনিক রাংগুনীয়ার রূপকার জননেতা জনাব আলহাজ্ব ডক্টর হাসান মাহমুদ এম.পি মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা আধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকরা যে দায়িত্ব দিয়েছেন তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ। আমি আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।