আজকের কর্ণফুলী ডেস্কঃ
প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতে এবং রাষ্ট্র বিরোধী প্রচারণা চালাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ছয়টি এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেইজ খুলেছে একটি চক্র। সেই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে আরও ৩৬টি ভুয়া একাউন্ট খুলে প্রতারণা করতো চক্রটি। এসব অভিযোগে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। রাতে রাজধানীর মগবাজার, ডেমরা, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ ও সাভারসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।সকালে রাজধানীর কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান। গ্রেফতারকৃতরা হলেন- মাগুরার মোহাম্মদপুর থানার মো. ওমর ফারুক (৩০), বরিশালের বানারী পাড়ার মো. আমিনুল ইসলাম (২৫), বরিশালের কোতোয়ালী থানার মো. সাব্বির হোসেন (২৪), ডেমরার কলাপাড়া এলাকার মো. আল আমিন (২৭), এবং কেরানীগঞ্জের মনহরিয়া এলাকার মো. মনির হোসেন (২৯)। এসময় তাদের কাছ থেকে ১২টি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।মুফতি মাহমুদ বলেন, নির্বাচনকে ঘিরে সক্রিয় হওয়া সাইবার অপরাধীচক্র এখন ভিন্নপথ অবলম্বন করছে। তারা এখন প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা ও রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাচ্ছে। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে র্যাব সদস্যরা তৎপর রয়েছে। প্রতারণার কৌশল সম্পর্কে মুফতি তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিরা ভুয়া পেজে প্রধানমন্ত্রীর নামে নম্বর দিয়ে তাদের নম্বর যোগ করে দেয়। এতে অনেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে ওই নম্বরে ফোন দিয়ে প্রতারণার শিকার হন। প্রতারক ব্যক্তিরা সম্প্রতি সংসদে সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম নেওয়া প্রার্থীদের ফোন দিয়ে তাদের মনোনয়ন নিশ্চিতের বিষয়ে প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালিয়েছিল। তবে তারা প্রতারণা করে কত টাকা নিয়েছে এবং তাদের রাজনৈতিক পরিচয় কী, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।