মোঃখোরশেদ আলমঃ
ব্যবস্হাপনা,ই-মিউটেশন,অনলাইন ভূমি উন্নয়ন কর বিষয়ক প্রশিক্ষণ শুরু ৩ (নভেম্বর)বৃস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে ও অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)তমালিকা পাল,সঞ্চালনায় অফিস সুপার মোঃআবদুল করিম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার,ভাইস চেয়ারম্যান এ বিএম বাহার,উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের( ইউডিএফ)জনাবো আবু বকর সিদ্দিক,প্রসাশনিক কর্মকতা সংকর চন্দ্ররায়,চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিস কাননগো মোঃমজিবুর রহমান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃসায়েম,এমদাদুল হক মজুমদার,আমলেন্দু বিকাশ দাস,ইউনিয়ন সচিবেরা উপস্হিত ছিলেন জগনাথপুর মোঃবজলুর রহমান,কালিকাপুর মোসা সেলিনা আক্তার,আলকরা মোঃশামছুল আলম,উজিরপুর চঞ্চল দেবনাথ প্রমুখ।