সমাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন কাঞ্চনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

 

এ কে জায়ীদ বেরোবি প্রতিনিধিঃ
ভ্রাতৃত্বের বন্ধনে আমরা এই স্লোগান সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন কাঞ্চনের ৮১ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (৪ নভেম্বর ২০২২) এই কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ১ বছরের জন্য গঠন করা করা হয়েছে। ২০২২-২০২৩ সালের নতুন কার্যকরী কমিটিতে বেরোবি এ মার্কেটিং বিভগের শিক্ষার্থী বাবুল হোসেন সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা ও পরামর্শক হিসেবে আছেন বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সহ কাজেম আল আরেফিন শাহ মোঃ রতন, বিধান বর্মন, মুজাহিদুল ইসলাম সজীব, মাহফুজুল ইসলাম বকুল, জীবন কৃষ্ণ রায়, তানভীর আহম্মেদ

এছাড়া সহ-সভাপতি হিসেবে থাকবেন মোঃ মোমিনুল হক (GDS), মামুন শাকিল (PHY), আব্দুল্লাহ আল নোমান (POL), আব্দুস সালাম (GDS), কামরুজ্জামান কামরুল(PAD), তারিকুর রহমান মুবিন (PAD), মাসুদুল হাসান মাসুদ (POL)), প্রিয়দর্শী চাকমা(ENG), হাসানুজ্জামান সৌমিক (PHY),

যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তরুণ কুমার রায়(PAD), মোঃ রবিউল ইসলাম (ECO), আজিজুল হাকিম শুভ (ECO), হাসিব মোহাম্মদ (ECO), আক্তারুজ্জামান আক্তার (POL)), প্রসেনজিত (GDS), সাজ্জাদ হোসেন (PHY), সানভীর (PHY)

সহ সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন-ঐশী ইসলাম (MATH), তারেকুল ইসলাম (MKT), রিয়াজ আহমেদ(MC), উজ্জ্বল(PHY), মোঃ ফুয়াদ (POL), আল আমিন বিশাল(PAD), রবিন কুমার সরকার (PAD), ফিরোজ আহমেদ বাধন (MC), পিপাস (PHY), সিয়াম আরাফাত সৈকত (PAD), আতিক শাহরিয়ার (GDS), সায়মা শীলা (AIS)

কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন ইমরান হোসেন (pol)এবং উপ-কোষাধ্যক্ষ আছেন তানভির আহমেদ(GDS).

এছাড়া অন্যান্য দায়িত্বে আছেন- প্রতিায় চাকমা (MGT), আল জাকারিয়া(MGT), বেরাদুজামান (ECO), মোসাররফ হোসেন (SOC), বেনজির আহমেদ(GDS),সূৰ্য্য মোহন (EEE), ফনি বিকাশ ত্রিপুরা (AIS), জ্যাকসন চাকমা(H&A), লিরিক (PHY), মৃত্যুঞ্জয় রায় (SOC) মুন্না বিশ্বাস (H&A), হৃদয় রায় (DM), পারভেজ হাসান পলক (GDS),কফি আনান মান্না(HA), রাজু ইসলাম (POL),লিটন শেখ (MCI), রুবেল হোসেন (MGT), কল্যাণ চন্দ্ৰ সিংহ (H&A), ওয়াহিদুর জামান ওয়াহিদ (EEE), নুসরাত জাহান শ্রাবণী (PHY),সুরমা আফরোজ মিলি (PHY), ফারহানা রাণী (MGT),বিদ্যুত (MKT), মোঃ আসাদ (ENG), মোঃ তহিদুল ইসলাম (DM), উপ-শিক্ষা ও পাঠাগার সম্পাদক, আতিকুর রহমান(CSE), প্রণব দেবনাথ (BAN), মোঃ তসলিম (AIS), গৌতম মণ্ডল (MC)

সভাপতি বাবুল হোসেন বলেন- সংস্কৃতিবান,ক্রীড়ানুরাগী ও সুশীল সমাজ গড়ার অবিরাম প্রত্যয় এই মূলমন্ত্রকে সামনে রেখে একদল নিরবিচ্ছিন্ন যুবক ভ্রাতৃত্বের একই ছায়াতলে এসে কল্যাণর্ধমী কার্যবাস্তবায়ন ও মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগের আমাদের কাঞ্চনের এই পথচলায় বেরোবির শিক্ষার্থীদের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা চাই।
ইনশাআল্লাহ আসছে দিন কাঞ্চনই সৃষ্টি করবে গতিময়তা।

সাধারণ সম্পাদকের বলেন- সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া অনুরাগী বেরোবির সকলকে আমাদের প্লাটফর্ম কাঞ্চন এর পক্ষ থেকে শুভেচ্ছা। আশা রাখি শিক্ষার্থীদের সংস্কৃতির এই পথচলার কাঞ্চন তার সারথি হয়ে থাকবে ও কাজ করবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত