ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরের আকবারশাহতে এক শিশুকে যৌন নির্যাতনের দায়ে আলমগীর নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে ৫ বছর বয়সী শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করেছেন বলে স্বীকারোক্তিও দিয়েছেন আসামি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামি আলমগীর বিষয়টি স্বীকার করেছেন।
বর্তমানে নির্যাতনের শিকার শিশুটি চমেক মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছে।
এর আগে, বুধবার (২ নভেম্বর) রাতে অভিযুক্ত মো. আলমগীর খানকে (৪৫) গ্রেফতার করে আকবার শাহ থানা পুলিশ। আলমগীর পিরোজপুরের সদর থানার ভুলু খাঁ’র ছেলে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, আকবার শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকায় একটি বাড়িতে ওই শিশু তার পরিবারের সঙ্গে থাকে। ওই শিশুর মা একটি গার্মেন্টসে কাজ করেন এবং তারা বাবা দিনমজুরের কাজ করেন। গতকাল (বুধবার) সন্ধ্যায় অভিযুক্ত আলমগীর ওই শিশুকে চিপসের লোভ দেখিয়ে এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটির উপর যৌন নির্যাতন চালায়। অভিযোগ পেয়ে রাতে আলমগীরকে গ্রেফতার করা হয়।