আজকের কর্ণফুলী ডেস্কঃ
আগামী ২৮ জানুয়ারির মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, ‘২৮ জানুয়ারির মধ্যে গেজেট হতে হবে। এই সময়ের মধ্যে যা যা করণীয় সে বিষয়ে আলোচনা হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী সাংবাদিকবান্ধব। সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছেন এমন সাংবাদিকও তাদের প্রয়োজনের মুহূর্তে প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন।’তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখ আছে সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করা।গতকাল (রবিবার) মন্ত্রণালয়ের সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।’তিনি আরও বলেন, ‘তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর আমি মনে করি, আমার প্রধান কাজ সাংবাদিক বন্ধুদের কল্যাণ সাধন করা। বাংলাদেশে অনেক ভালো সংবাদমাধ্যম প্রিন্ট এবং ইলেকট্রনিক গণমাধ্যম নানা কারণে বন্ধের পথে, সেগুলোকে কীভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করা যায় সে বিষয়েও আলোচনা হবে।’‘হলুদ সাংবাদিকতা’ প্রতিরোধে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সব সাংবাদিক চেষ্টা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে। কিন্তু দু-একজনের ভুলের জন্য পুরো সাংবাদিক সম্প্রদায়ের বদনাম হতে পারে না। সে জন্য আমি মনে করি, সাংবাদিক সংগঠনগুলোর দায়িত্বও অনেক বেশি।’সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ অঙ্গ- এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের সঙ্গে যদি রাষ্ট্রের সমন্বয় না হয়, তাহলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের (সাংবাদিক) সঙ্গে সম্মিলিতভাবে কাজ করাই মূল লক্ষ্য আমাদের। আপনাদের যদি কোনও অভাব অথবা অভিযোগ থাকে আমাকে সরাসরি বলবেন।’বিএফইউজ’র সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাসচিব শাবান মাহমুদ, আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।