হরিরামপুর উপজেলায় মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক

মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরোপ্রধান ঢাকাঃ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহণকারী মুক্তিযোদ্ধা গনের জন্য মুক্তিযোদ্ধা বিষায়ক মন্ত্রণালয় কর্তৃক সরবরাহ কৃত ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তিন শত জনকে বিতরণ করা হয়।

ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ত্র‍্যাড: গোলাম মহিউদ্দিন, চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেওয়ান সাইদুর রহমান, চেয়ারম্যান হরিরামপুর উপজেলা। এছাড়াও আরও উপস্থিত আছেন,মো: সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার। সৈয়দ মিজানুর রহমান, ইনচার্জ হরিরামপুর থানা এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা গন সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত