
মোঃআবদুল হক বিভাগীয় ব্যুরোপ্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ জেলার হরিরামপুরে উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।ডিজিটাল উদ্ভাবন মেলা অনুষ্ঠানের সভপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, দেওয়ান সাইদুর রহমান। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া।উপজেলা কৃষি কর্মকর্তা,মো: আব্দুল গফ্ফার। মাধ্যনিক শিক্ষা অফিসার, নিগার সুলতানা চৌধুরী। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. মানিকুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরসহ শিক্ষা প্রতিষ্ঠানের পনেরটি স্টল অংশগ্রহণ করে। এছাড়াও ডিজিটাল উদ্ভাবনী মেলায় অনলাইন কুইজ প্রতিযোগীতারও আয়োজন করা হয়। কুইজে ১৪ থেকে-২০ নভেন্বর পর্ষন্ত প্রতিযোগিরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি স্টলে উপজেলা প্রশাসন এর মাধ্যমে পুরুস্কার বিতরণ করা হয়।