পোমরা সৎসঙ্গ আশ্রমে শ্রীশ্রী ঠাকুরের আবির্ভাব বর্ষ স্মরন মহোৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক

 

শ্রীকান্ত চৌধুরী ,রাঙ্গুনিয়া

গত ১৪ ও ১৫ জানুয়ারী রোজ সোমবার ও মঙ্গলবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩১ তম আবির্ভাব বর্ষ স্মরন মহোৎসব বিভিন্ন মাঙ্গলিকী অনুষ্টানের মাধ্যমে অনুষ্টিত হয় !!১৪ জানুয়ারী সারাদিন ব্যাপী অনুষ্টানের মধ্যে শ্রী মন্দিরে অধিবাস ,পৌরহিত্যে ছিলেন পশ্চিম বঙ্গ থেকে আগত সহ প্রতি ঋত্বিক দেবতা শ্রী তপন কুমার চক্রবর্তী !১৫ জানুয়ারী মঙ্গলবার ভোরে উষাকীর্তন ,প্রাতঃ কালীন বিনতি প্রার্থনা ,কীর্তন সহকারে নগর পরিক্রমা ,বিশ্ব মঙ্গল কামনায় প্রার্থনা ,ধর্মীয় সন্মেলন ,লীলা কীর্তন ,ভক্তি সংগীতাঞ্জলী ,এবং গীতিনৃত্যানুষ্টান অনুষ্টিত হয় !দুপুর বারটার সময় বিশ্বমঙ্গল কামনায় বিনতি প্রার্থনার পরেই শুরু হয় মহতি ধর্মীয় সন্মেলন !!শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ ,পোমরা শাখার সুযোগ্য সভাপতি ,সহ প্রতি ঋত্বিক দোলন কুমার দে মহোদয়ের সভাপতিত্বে ,বাউল শিল্পী শ্রীকান্ত চৌধুরী এবং স্নিগ্ধা সিকদার পূজার সঞ্চালনায় উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন সহ প্রতি ঋত্বিক শ্রী সুনীল বিকাশ দাশ ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,গৌসাইলডাঙ্গা সৎসঙ্গ মন্দিরের সভাপতি এবং বিশিষ্ট ব্যাবসায়ী শ্রী নির্মল কান্তি দেবনাথ লিটন !প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহ প্রতি ঋত্বিক শ্রী তপন কুমার চক্রবর্তী !মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পরমতীর্থ হিমাইতপুর ধামের কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক ,বিশিষ্ট ব্যাবসায়ী শ্রী মদন দাশ ,গৌসাইল ডাঙ্গা সৎসঙ্গ মন্দিরের সাধারন সম্পাদক শ্রী নিখীল দত্ত ,বিশিষ্ট ব্যবসায়ী শ্রী রুবেল দাশ ,শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রাম জেলা কমিটির প্রতিষ্টাতা সভাপতি মাষ্টার অজিত কুমার শীল !গৌসাইলডাঙ্গা সৎসঙ্গ মন্দিরের সহ সভাপতি স্বস্ত্যয়নী ব্রতধারী শ্রী বিমল সিকদার ,অধ্বুর্য্য পাঞ্জাধারী শ্রী রিটন দে ,গৌসাইলডাঙ্গা সৎসঙ্গ মন্দিরের মহিলা সম্পাদিকা ডাঃ পাপড়ি কারন ,শ্রী নির্মল দাশ !!আলোকিত আলোচক হিসেবে অনুকূল তত্ত আলোচনা করেন ,পরমতীর্থ হিমাইতপুর ধামের সহ প্রতি ঋত্বিক শ্রী ননীগোপাল দেবনাথ ,শ্রী সমির কান্তি দে সহ প্রতি ঋত্বিক ,শ্রী পলাশ দাশ সহ প্রতি ঋত্বিক ,শ্রী রুপক দে,শ্রী ত্রিদীপ দাশ প্রমুখ  !!স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের আহবায়ক শ্রী অসিত তালুকদার !ধর্মসভা শেষে ভক্তি সংগীতাঞ্জলী অনুষ্টানে স্থানীয় শিল্পীবৃন্দ এবং অতিথি শিল্পী অন্তু দেবনাথ এবং অতিথি শিল্পী কনক বড়ুয়া সংগীত পরিবেশন করেন !অনুষ্টান শেষে বাউল শিল্পী শ্রীকান্ত চৌধুরী এবং সহ প্রতি ঋত্বিক শ্রী তপন কুমার চক্রবর্তীর পরিবেশনায় লীলাকীর্তন পরিবেশিত হয় !যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন কিবোর্ডে অন্তু দেবনাথ ,অক্টোপ্যাডে অভিজিত দাশ কিষান ,তবলায় শ্রী কানঞ্জয় দে ,পান্থ শীল ,করতালে শ্রী নয়ন সাহা !সর্বশেষ চট্টলার প্রখ্যাত নৃত্য পরিচালক এবং নৃত্য প্রশিক্ষক নয়নমনি দাশগুপ্তার পরিচালনায় এক মনোজ্ঞ নৃত্যানুষ্টান অনুষ্টিত হয় !উৎসবে দুদিন ব্যাপী অসংখ্য ভক্ত আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহন করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত