
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের এান ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য ও চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা বেলাল নূরী করোনা দূর্যোগের প্রথম থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এান ও সমাজকল্যাণ উপ কমিটির কাজে প্রতিদিনই ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্নস্হানে মাঠে ছিলেন , করোনা রোগীর লাশ যখন দাফনেও পরিবার এগিয়ে আসেনি তখন বেলাল নূরী জীবন বাজি রেখে শেখ হাসিনা , ওবায়দুল কাদের , মহিবুল হাসান চৌধুরী নওফেল , সুজিত রায় নন্দী’র নির্দেশমত অন্যান্য সেবাসহ লাশ দাফনেও এগিয়ে গিয়ছেন এই কেন্দ্রীয় নেতা, যেমনটি ছিলেন ৯০/৯৬/২০০১/১/১১সালের এর দূঃসময়ের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম এর রাজপথে।
১৯৮৫ সালে চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড ছাত্রলীগ যোগদান করে সংগঠনের কর্মি ও সাধারণ জনগনের সেবক হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন এবং একজন সফল সংগঠক বেলাল নুরী। সংগঠনকে ভালবেসে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশায় কেন্দ্রীয় সকল কর্মসূচীতে উপস্থিতি সফলতা চোখের পড়ার মত ছিল বেলাল নুরী র। সরকার করোনাভাইরাসে যখন মৃত্যু নিয়ে আতঙ্কিত ঠিক তখনেই কেন্দ্রীয় আওয়ামীলীগ ও মাননীয় প্রধানমন্ত্রী র নির্দেশ এ করোনাভাইরাস মোকাবিলায় বেলাল নুরী বাংলাদেশ আওয়ামী লীগের এান ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য সারাদেশে ত্রাণ কার্যক্রম নিয়ে সফলতা র সাথে দায়িত্ব পালন করেন। সাধারণ জনগণ কেন্দ্রীয় আওয়ামীলীগের মাননীয় সভানেত্রীর কাছে দাবি জানান বেলাল নুরী র মত দেশ ও সংগঠন প্রেমিক নেতাকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য হিসাবে দেখতে চায়। ছাত্রলীগ এ যোগদানের পর হতে বেলাল নুরী বিভিন্ন সময় সফলতা র সাথে দায়িত্ব পালন করেন, ১৯৮৬ – ১৯৯৬ ইং সদস্য , যুগ্ম আহবায়ক ১৭ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড ছাত্রলীগ ,চট্টগ্রাম মহানগর ।১৯৯১ – ২০০২ ইং , সদস্য,সহ- সম্পাদক, সহ – সভাপতি ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সদস্য সহ – সভাপতি পশ্চিম মাদারবাড়ী ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ,চট্টগ্রাম মহানগর ।২০১৪ – ২০২০ ইং সাংগঠনিক সম্পাদক ,সদরঘাট থানা আওয়ামী লীগ ,চট্টগ্রাম মহানগর ।২০১৮ – ২০২২ ইং , সদস্য , কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি,বাংলাদেশ আওয়ামী লীগ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যাবে এগিয়ে উন্নয়নে। সংগঠনকে সততার সাথে পরিশ্রম করে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আলহাজ্ব ওবায়দুল কাদের এমপি, চট্টগ্রামের অবিসন্বাদিত নেতা আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিশ্বস্ত এবং আস্হাভাজন ,এরই ধারাবাহিকতায় বেলাল নুরীর অনেক জন প্রিয়তা, যোগ্য একজন কর্মী কেন্দ্রীয় সদস্য পদ পেলে, পরবর্তী কর্মীরাও নিরালশ ভাবে কাজ করে যাবে মাঠে ময়দানে। ৩৮ বছরের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বেলাল নুরী পরিচ্ছন্ন একজন আওয়ামীলীগ কর্মি সাধারণ জনগণ মনে করেন বেলাল নুরী কে কেন্দ্রীয় আওয়ামীলীগ এর সদস্য পদ দিলে সংগঠনের তৃণমূল পর্যায়ে সফলতা আসবে মনে করেন তৃণমূল আওয়ামীলীগ।