
নিজস্ব সংবাদদাতা রাজস্থলীঃ
১৭ নভেম্বর রাঙামাটি কাপ্তাই চন্দ্রঘোনা থানাধীন ০২নং রাইখালী ইউপিস্থ লেম্বুছড়ি পাড়ার সামনে থেকে বাঙালহালিয়ার সেনাবাহিনীর অভিযানে পিসিজেএসএসের ১ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসীর নাম রনজিৎ কুমার তনচংগ্যা (৫৫) সে চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের চাকুয়া পাড়া গ্রামের চিক্তি কুমার তনচংগ্যার ছেলে।
সেনাবাহিনীর প্রেস সূত্রে জানা গেছে, কাপ্তাই অটল ৫৬ বেঙ্গলের জোন কমান্ডার এর দিকনির্দেশনায় বাঙালহালিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ নভেম্বর রাত ১ টা ৩০ মিনিটের সময় রাইখালীর ০২নং ওয়ার্ডস্থ লেম্বুছড়ি পাড়া হতে তাকে আটক করা হয়। এসময় আটক পাহাড়ী সন্ত্রাসীর কাছ থেকে একটি দেশীয় তৈরী পিস্তল ও ০৪ রাউন্ড কার্তুজ, সিম কার্ড, ২ টি, জাতীয় পরিচয় পত্র,কলেজ ব্যাগ, পাওয়ার ব্যাংক, ছুড়ি, মোবাইল চার্জার,বাটন মোবাইল তিনটি সহ আটক করা হয়।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটক আসামীর বিরুদ্ধে বৃহস্পতিবার নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আগামী কাল শুক্রবার রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হবে।