
নিজস্ব প্রতিবেদক
নগরীর উত্তর পতেঙ্গা জেলা পাড়ার স্থায়ী বাসিন্দা রাম জলদাশের মৌরশী সম্পত্তি, বাসত ভিটা দখলের অভিযোগ পাওয়া গেছে। এরিসাথে রাম জলদাসের উপর বিভন্ন সময় হয়রানী, মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, রাম জলদাস উত্তর পতেঙ্গা জেলা পাড়ার হরিধন জলদাস প্রকাশ হরিধন পতার পুত্র। রাম দাসের জেঠি স্বর্গীয় মোহিনী বালা জলদাস নগরীর উত্তর পতেঙ্গা জেলা পাড়ায় ২৪২৯ খতিয়ানের আরএস দাগ ২২৩ নং .০৯ একর বাড়ী ও আরএস দাগ ২২০ দাগের .০১ একর চলাচলের রাস্তা ক্রয় করেন বহু বছর পূর্বে। রাম জলদাসের পূর্ব পুরুষ থেকে তারা ভোগ দখল করে আসছেন।
রাম দাসের জেঠি স্বর্গীয় মোহিনী বালা ও তার স্বামী, পুত্র, কন্যা র মৃত্যুর পর উত্তরাধীকার সূত্রে নগরীর উত্তর পতেঙ্গা জেলা পাড়ায় ২৪২৯ খতিয়ানের আরএস দাগ ২২৩ নং .০৯ একর বাড়ী ও আরএস দাগ ২২০ দাগের .০১ একর চলাচলের রাস্তা প্রাপ্ত হন রাম জলদাসের পিতা স্বর্গীয় হরিধন জলদাস প্রকাশ হরিধন পতার। রাম জল দাসের ৩ পুরুষ ধরে ভোগ দখলে থাকা সম্পত্তির দীর্ঘদিন স্থির থাকলেও সম্প্রতি বিপত্তি বাধে রাম জলদাশ তার ৫ ভাইসহ সম্পত্তির এসএস নাম জারি করতে গলে।
রাম জলদাস অভিযোগ করেন, আমরা ৫ ভাই স্থানীয় ভুমি অফিসে আমাদের ভোগ দখল করা সম্পত্তির বিএস নাম জারি করতে গেলে দেখতে পায় বিএস খতিয়ান রের্কডে ভুলক্রমে রেনু বালা জলদাশের নাম। যা রেনু বালার ওয়ারিশ কৃষ্ট জলদাশ, মিনাখী দাশ, বিনয় দাশ ও বিধান দাশ মিলে আমাদের জায়গা সম্পত্তি দখলের জন্য সৃজন করেন। আমি বিষয়টি জানতে পেরে খতিয়ানের ভুল ঘোষনার জন্য বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ৩য় আদালতে কৃষ্ট জলদাশ, মিনাখী দাশ, বিনয় দাশ ও বিধান দাশের বিরুদ্ধে অপর মামলা নং ২৪৮/২০২২ আদেয় করি যা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
অনুসন্ধানে আরো জানা যায়, রাম জলদাসের স্থিতি সম্পত্তি হওয়ার পরও তা জোড় দখলের জন্য দীর্ঘাদন পায়তারা করছে। তাদের প্ররোচনায় সৃজনকৃত ভুল ও অশুদ্ধ বিএস খতিয়ান দেখিয়ে কৃষ্ট জলদাশ, মিনাখী দাশ, বিনয় দাশ ও বিধান দাশ অবৈধভাবে অভি চৌধুরী, শ্রাবন্তী চৌধুরী ও জয়ন্তী চৌধুরীর কাছে কবলা করে দেন। এরপর থেকে অভি চৌধুরী, শ্রাবন্তী চৌধুরী ও জয়ন্তী চৌধুরী মিলে রাম জলদাসের মৌরশী সম্পিত্তি দখলের চেষ্ঠা চালানা।
এারি সাথে তারা বিভিন্ন সময়ে রাম জলদাস, তার ভাই ও পরিবারের উপর নানা নির্যাতন, নিপীড়ন, ভাঙ্গচুর করেন। এমনকি অভি চৌধুরীর নেতৃত্বে তারা রাম জলদাসের বাড়ি বাউন্ডী ভাংচুর করে ও রাম জলদাসকে শ্বাসরুদ্ধ করে নানাভাবে আঘাত করে হত্যা করার চেষ্ঠা চালান বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। রাম জলদাশের পরিবার নিরাপত্তাহীন ভোগছে বলে অভিযোগ করে বলেন বিচারাধীন অবস্থায় আমাদের উপর বার বার আক্রমণ করে চলছে এই অবস্থার পরিত্রাণ পেদে স্হানীয় প্রশাসন সহ এলাকাবাসী সহযোগিতা কামনা করেন।