নিজস্ব প্রতিনিধিঃ
অজানা অচেনা থেকে গেলেও অনেকেরই ধারণা নেই চন্দ্রঘোনার কৃতি সন্তান নাসির উদ্দীন নাসির কতো বড়ো মনের মানুষ। একদম সিম্পল চলাফেরায় এ মানুষটাকে দেখে মনে হয়না তিনি প্রায় দু'শ যুবকের চাকুরী পেয়ে দিয়েছেন। একদম হাদিয়া ছাড়াই এসব যুবকের চাকুরী পেয়ে দেয়ায় এলাকায় জনপ্রিয় মুখ নাসির। বিশেষ করে এলাকার সাবেক দুই রাজনৈতিক নেতার মৃত্যুর পর দুই পরিবার এ-র সন্তানদের দামী প্রতিষ্ঠানে মোটা অংকের বেতনের চাকুরী পেয়ে দেয়ার ঘটনাও বিরল। এ ছাড়াও তিনি দুস্থ এতিম মেয়ের বাবাদের সহযোগিতা করতে আন্তরিকতার ঘাটতি রাখেনি। বিয়ের খরচও যুগিয়ে ঘর বেধে দিয়েছেন অনেক মেয়ের।শিক্ষাপ্রতিষ্ঠানে জড়িয়ে অনেককে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েদিতে পিছপা হননি কখনো মানবতার সেবক নাসির। মাদ্রাসা মসজিদেও নিয়মিত সাহায্য সহযোগিতা করেও ধর্মীয় প্রতিষ্ঠানে পরিচিতির খাতায় নাম নাসিরের। চন্দ্রঘোনা লাতু সওদাগর বাড়ির কৃতি সন্তান নাসির উদ্দীন নাসির এ-র পথ চলা রাজনীতি দিয়েই। চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্ষিয়ান নেতা মহিউদ্দিন চৌধুরীর প্রিয়জনের মধ্যে একজন ছিলো নাসির। রাঙ্গুনিয়া কলেজ ছাত্র সংসদ এ-র সাবেক জিএস নাসির এখন অনেক পথ পেরিয়ে প্রতিষ্ঠিত একজন রাজনীতিবিদ। চন্দ্রঘোনা আদুর পাড়া প্রাইমারি স্কুলের পরিচালনা পর্ষদ এ-র সভাপতি, একইসাথে চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এ-র সদস্য নাসির। ছাত্র জীবনে ছাত্র লীগের রাঙ্গুনিয়া উপজেলার সাবেক যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম আইন কলেজের সাবেক যুগ্ম সম্পাদক পদে ছিলেন নাসির। এ ছাড়াও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নাসির উদ্দীন নাসির। রাঙ্গুনিয়া কলেজ ছাত্র সংসদ এ-র সাবেক জিএসও ছিলেন তিনি। আলাপকালে নাসির উদ্দীন নাসির জানান, জীবন যুদ্ধে লড়াইয়ে হার মানতে রাজি নয় তিনি। যদ্দুর সম্ভব মৃত্যুর আগ মূহুর্তেও মানুষের সেবা করে যেতে চান ব'লেও নাসির জানান। তিনি বলেন, এলাকাবাসীর জন্যে তার দরজা খুলে রাখেন। তিনি এলাকাবাসীর দোয়া ও চেয়েছেন।