ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় কাপ্তাই উপজেলায় মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উদযাপন এর লক্ষ্যে বৃহস্পতিবার ( ১ ডিসেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এইসময় কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, , কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ ইশতিয়াক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় যথাযথ মর্যাদায় দিবস গুলো উদযাপন এর লক্ষ্যে বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়।