হরিরামপুরে দুর্নীতি বিরোধী আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

 

মো আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধানঃ

মানিকগঞ্জের হরিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে দুর্নীতি বিরোধী ও প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় হরিরামপুর দুর্নীতি দমন কমিটির আয়োজনে উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ উপস্থাপনায় মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি মীর আব্দুল ওয়াদুদ সাহেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী রাবেয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী, হরিরামপুর উপজেলার দুর্নীতি দমন কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ঈমাম হাসান বাবু, সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শ্রী অমরেশ চন্দ্র রায়, সদস্য মহসিন উদ্দিন আহম্মদ, সদস্য এবিএম, ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান সহ প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়াও অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিটির আয়োজনে হরিরামপুর উপজেলা চত্বরে মানববন্ধন র‍্যালে করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত