
ডাঃ প্রবীর বড়ুয়াঃ
দীর্ঘ ১৬ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এি-বার্ষিক সম্মেলন আগামী কাল৷ দীর্ঘ ১৬বছর পর আগামীকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এি-বার্ষিক সম্মেলন ৷ নগরীর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামের সামনের মাঠে সম্মেলন আনুষ্ঠানিক উদ্ধোধন হবে৷ সকাল ১০টায় জিমনেসিয়ামে মাঠে সম্মেলন উদ্বোধন হবে৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম পি৷ সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এম পি৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ এম পি, যুগ্ন সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এম পি৷ বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ এম পি৷ চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলার এম পি মহোদয়বৃন্দ ও চট্টগ্রামের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান এবং সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ এম পি ৷