ইমাম হোসেন জীবন চট্টগ্রাম প্রতিনিধিঃ
র্যাব-৭, সিপিসি-১, লফেনী ক্যাম্পের অভিযানে ফেনী
জেলার ফেনী মডেল থানাধানী ফলেশ্বর এলাকা থেকে ০১টি ওয়ান শুটারগান ও ০২ টি কার্তুজ উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী আটক।
১৪ ডিসেম্বর সন্ধ্যা ৫ঃ৩০ টায় আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী মোঃ ইয়াছিন (৩৮) পিতা- মৃত মোস্তফা কোম্পানী কে আটক করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়,র্যাব ফেনী ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভার ফলেশ্বর সাকিনস্থ ফেনী হতে ফুলগাজী রোডের একটি মোটর গ্যারেজের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামীকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর নিজ মুখে স্বীকারোক্তি ও তার হেফাজতে থাকা একটি কালো রংয়ের ব্যাগের ভিতর থেকে ০১ টি ওয়ান শুটারগান ও ০২ টি কার্তুজ উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদক, অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।